রংপুর: রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার বাসিন্দা এবং প্রয়াত শিল্পপতি মেনাজ উদ্দিনের ছেলে। তিনি মেনাজ বিড়ি ফ্যাক্টরি, মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি-জমা সংক্রান্ত বিরোধ পারিবারিক একটি মামলায় গত বুধবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে অসুস্থতার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এবং ছাড়পত্র পেয়ে কারাগারে ফিরে যান। কিন্তু রোববার ভোরে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, ‘জাহাঙ্গীর আলম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর কারাগারে নিয়ে আসা হয়। রোববার ভোরে অসুস্থতা বাড়লে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তিনি বেঁচে থাকতে পারেননি।’
অন্যদিকে, পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে এবং সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তারা।