ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেত যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার।
রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে চূড়ান্ত তফসিল নির্ধারণী সভা শেষে বিকেল ৪টায় সিইসিসহ চার নির্বাচন কমিশনার একে একে ইসি ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ হবে।
জানা গেছে, এ সাক্ষাতে নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে; এরপর ১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।