Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭

বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদ। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজের সাবেক সভাপতি ও  জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে আটক করার পর গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে রাজধানীর মালিবাগ এলাকা থেকে ডিবি ও এসবির একটি দল তাকে আটক করে।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘রমনা থানায় এনায়েত করীমের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর