ঢাকা: জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক শওকত মাহমুদকে আটক করার পর গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে তাকে গ্রেফতার দেখানো হয়। এর আগে রাজধানীর মালিবাগ এলাকা থেকে ডিবি ও এসবির একটি দল তাকে আটক করে।
ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘রমনা থানায় এনায়েত করীমের করা মামলায় শওকত মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’