Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে অটোচালক হত্যায় হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

‎স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৮:০৭

শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরে অটোরিকশাচালক সবুজ (২২) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

ঢাকার মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম গত ২৭ নভেম্বর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এতে দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ১২০(খ), ৩০২, ১০৯, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

ফৌজদারি আইনজীবী রফিকুল ইসলাম জানান, এসব ধারা মূলত দাঙ্গা, অবৈধ সমাবেশ, হত্যার ষড়যন্ত্র এবং হত্যাকাণ্ডে প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণের বিষয়গুলো নির্দেশ করে। ৩০২ ধারায় আনা হত্যার অভিযোগ অনুযায়ী শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

বিজ্ঞাপন

শেখ হাসিনা ছাড়াও অভিযোগপত্রে অভিযুক্তদের মধ্যে আছেন— সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি নুরনবী চৌধুরি শাওন, সাদেক খান, সাবেক কাউন্সিলার সলিমুল্লাহ সলু, সৈয়দ নূর ইসলাম রাস্টন, শেখ মোহাম্মদ খোকন, আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজীব, মাসুদুর রহমান বিপ্লব, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান, নেতা আজিজুল হক রানা, আব্দুস সাত্তার ভুঁইয়া, বদিউল আলম, বদিউজ্জামান, ফুরকান হোসেন ও শাহজাহান খান।

এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় অংশ নেওয়ায় অভিযুক্ত হয়েছেন আনিসুর রহমান কাবুল, মারুফুল ইসলাম বিপ্লব, সেন্টু, মনির চৌধুরি, ফারুক খান অভি, আবুল কাশেম কাশু, সেলিম, আইমান, ওয়াসেফ, অমিক, কামরুজ্জামান রুবেল, মিলন হোসেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ঢাকা উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ এবং মোহাম্মদপুর থানা ছাত্রলীগ সভাপতি রাসেল।

শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, নানকসহ একাধিক রাজনৈতিক নেতা হত্যার পরিকল্পনা, অপরাধমূলক ষড়যন্ত্র, আর্থিক সহায়তা, অস্ত্র সরবরাহ ও নির্দেশনা প্রদানের মাধ্যমে এ হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন।

এছাড়া আসিফ আহমেদ, তারেকুজ্জামান, রাজীব, মাসুদুর রহমান, বিপ্লব ও রাসেলের বিরুদ্ধে সরাসরি গুলি চালানোর প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে লাঠিসোঁটা নিয়ে উপস্থিত কয়েকজন আন্দোলনকারী ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে সবুজ হত্যায় পরোক্ষভাবে সহায়তা করেন।

২০২৪ সালের ৪ আগস্ট মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালান অভিযুক্তরা। সেই সময় মসজিদের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ হন সবুজ। পরে শিকদার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেদিনই তাঁর মৃত্যু হয়।

ঘটনার এক মাস পর ১ সেপ্টেম্বর সবুজের ভাই মনির হোসেন মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২৭ নভেম্বর ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর