ঢাকা: সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ দুই শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে টাকার অঙ্কে গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৭৩ পয়েন্টে। এর আগের দুই কার্যদিবসের পতনের মধ্যে গত বৃহস্পতিবার ৪১ পয়েন্ট ও বুধবার ২৩ পয়েন্ট কমেছিল।
আজ ডিএসই-তে ২৬৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা বিগত ৬ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ১৫ জুন আজকের চেয়ে কম বা ২৬৩ কোটির ৩ লাখ টাকার লেনদেন হয়েছিল।
আজ ডিএসই-তে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১০টির বা ২৮.৪২ শতাংশের। আর দর কমেছে ২০৯টির বা ৫৪.০১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৮টির বা ১৭.৫৭ শতাংশের।
অপর দিকে সিএসই-তে রোববার ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। সিএসই-তে লেনদেন হওয়া ১৫৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৭টির, কমেছে ৯৯টির এবং পরিবর্তন হয়নি ১৮টির। সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮৫ পয়েন্টে।
আগের দিন সিএসই-তে ১৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।