Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪১ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: সদ্য সমাপ্ত নভেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে চলতি বছরের নভেম্বর শেষে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। এর আগে গত অক্টোবরে এ হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। আর গত ২০২৪ সালের নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৩৮ শতাংশ।

রোববার (০৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস-এর তথ্য মতে, এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যে মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। গত নভেম্বর শেষে খাদ্য খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৬ শতাংশ, এটি গত অক্টোবরে ছিল ৭ দশমিক ০৮ শতাংশ।

তবে গত বছরের একই সময়ের তুলনায় খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমেছে। এক বছর আগে, অর্থাৎ ২০২৪ সালের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩ দশমিক ৮০ শতাংশ।

বিজ্ঞাপন

অন্যদিরকে খাদ্য-বহির্ভূত খাতে গত নভেম্বর শেষে মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৯ দশমিক ০৮ শতাংশে দাঁড়িয়েছে। গত অক্টোবর শেষে এ হার ছিল ৯ দশমিক ১৩ শতাংশ। আর ২০২৪ সালের নভেম্বরে এ হার ছিল ৯ দশমিক ৩৯ শতাংশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর