Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ কলেজের শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, বন্ধ যান চলাচল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৩:০৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৫:১২

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। প্রস্তাবিত স্কুলিং মডেল ওপর ভিত্তি করে প্রকাশিত অধ্যাদেশের খসড়া ও মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে উল্লেখ করে স্কুলিং মডেল বাতিলের দাবিতে এ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সকাল ১১টার পর ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হন। পরে সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা একসঙ্গে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড় অবরোধ করেন। এখন পর্যন্ত শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে শাহবাগ অবরোধকে কেন্দ্র করে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম বলেন, ‘শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। আমরা বোঝানোর চেষ্টা করছি যাতে তারা সড়ক ছেড়ে আন্দোলন করে। এছাড়া শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে কথাও হচ্ছে।’

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর