ঢাকা: ঢাকার তুরাগের শুকুরভাঙা এলাকায় ১০তলা একটি আবাসিক ভবনের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন এবং ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘তুরাগের শুকুরভাঙা এলাকায় ১০তলা একটি আবাসিক ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর আমরা আজ ভোর ৫টা ৫০ মিনিটের দিকে পেয়েছি। খবর পেয়ে আমরা ৫টা ৫৮ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছাই।’
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের ২টি, পল্লবীর ২টি, টঙ্গীর ২টি এবং কুর্মিটোলার ১টিসহ মোট ৭টি ইউনিট কাজ করে। এরপর সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল সোয়া ৭টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
আনোয়ারুল ইসলাম বলেন, আগুন লাগার পর ৫ তলার উপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমত ভবনের ছাদে নেওয়া হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়। মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন সামান্য আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি।
আগুন লাগার সূত্র সম্পর্কে তিনি বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। এই আগুনে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’