রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ছয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে ব্যাপক রদবদল করা হয়েছে। এই বদলির মাধ্যমে কোতোয়ালি, তাজহাট, পশুরাম, হাজিরহাট, মাহিগঞ্জ এবং হারাগাছ থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে, যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় আরএমপি কমিশনার মজিদ আলী সই করা এক অফিস আদেশে এই রদবদলের ঘোষণা করা হয়।
আদেশ অনুসারে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানকে তাজহাট থানায়; তাজহাট থানার ওসি শাহাজান আলীকে কোতোয়ালি থানায় স্থানান্তর করা হয়েছে। পশুরাম থানার ওসি মাইদুল ইসলামকে মাহিগঞ্জ থানায়; হাজিরহাট থানার ওসি রাজিবুল ইসলামকে পশুরাম থানায় নিয়োগ দেওয়া হয়েছে।
মাহিগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহানকে হারাগাছ থানায়; হারাগাছ থানার ওসি আজাদ হোসেনকে হাজিরহাট থানায় স্থানান্তরিত করা হয়েছে।
আরএমপি কমিশনার মজিদ আলী জানান, সরকারি সিদ্ধান্তের আলোকে অন্যান্য মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিকতায় লটারির মাধ্যমে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এই বদলি সম্পন্ন করা হয়েছে।
পুলিশ প্রশাসনে এই রদবদলকে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।