খালেদা জিয়াকে দেখতে কারাগারে ৫ স্বজন
১৪ জুলাই ২০১৮ ১৭:২১ | আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১৮:১৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে কারাগারে গেছেন তার পরিবারের পাঁচ সদস্য।
শনিবার (১৪ জুলাই) বিকেল ৪টা ২১ মিনিটে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারের মূল ফটক দিয়ে প্রবেশ করেন পরিবারের সদস্যরা।
যে পাঁচজন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন তারা হলেন, বিএনপির চেয়ারপারসনের বোন সেলিমা ইসলাম, তার স্বামী রফিকুল ইসলাম, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শারমিন জামান খান, খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন ও ভাগ্নী সাফিয়া ইসলাম।
খালেদা জিয়ার ভাগ্নে ডা. মামুন জানান, লিখিত অনুমতির অনুলিপি নিয়ে বিকেল ৪টা থেকেই তারা কারা ফটকের সামনে অপেক্ষা করছিলেন। কিছুক্ষণ পরেই তারা ভেতরে প্রবেশের অনুমতি পান।
এর আগে গত ৩০ জুন পরিবারের পাঁচ সদস্য খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন।
সারাবাংলা/এসএইচ/এসএমএন