Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতিহাস গড়ে মায়ামিকে শিরোপা জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক
৭ ডিসেম্বর ২০২৫ ০৯:১৮ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১০:৪২

নিজেদের ইতিহাসে প্রথম মেজর সকার লিগের শিরোপা জিতল মায়ামি

গত সপ্তাহেই দলকে কনফারেন্স লিগের শিরোপা জিতিয়েছিলেন তিনি। লিওনেল মেসির সামনে হাতছানি দিচ্ছিল রেকর্ড ৪৮তম শিরোপা। মেজর লিগ সকারের ফাইনালে মেসির জোড়া অ্যাসিস্টে ভ্যানকুভারকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের ৮ মিনিটের মাথায় ওকাম্পোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মায়ামি। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মায়ামি।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটের মাথায় ম্যাচে সমতা আনেন আলি আহমেদ। লিড ফিরে পেতে অবশ্য বেশি সময় নেয়নি মায়ামি। ৭১ মিনিটের মাথায় মেসির দুর্দান্ত এক অ্যাসিস্টে গোল করেন রদ্রিগো ডি পল। ৯৬ মিনিটে মেসির আরেকটি অ্যাসিস্টে গোল করে মায়ামির শিরোপা নিশ্চিত করেন তাদেও আলেন্দে।

বিজ্ঞাপন

৩-১ গোলের এই জয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ শিরোপা জিতল মায়ামি। এটি মেসির পেশাদার ক্যারিয়ারের ৪৮তম শিরোপা, যা ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর