Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর বদলগাছীতে শিক্ষক সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৫২

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা ফজলে হুদা বাবুল। ছবি: সারাবাংলা

নওগাঁ: নওগাঁর বদলগাছীতে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলার লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এই শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং বিএনপির মনোনীত নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. মো: হারুন অর রশীদ।

বিজ্ঞাপন

বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নুর ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, নওগাঁ সরকারি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক আবুল হাসনাত চৌধুরী, বদলগাছী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ রানা, সহ-সভাপতি শাম্মী আকতার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উপদেষ্টা ও ফতেজঙ্গেপুর দাখিল মাদ্রাসা সুপার আবুল গাফফার, বেসরকারী কলেজ ও শিক্ষক কর্মচারী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রায় দুই হাজার শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বক্তব্যে শিক্ষকরা বলেন, বরাবরই আমরা শিক্ষকরা অবহেলিত। আমরা শিক্ষক সমাজ আর অবহেলিত থাকতে চাই না। আমরা জানি আপনি একজন শিক্ষিত ও সুযোগ্য ব্যক্তি এবং টকশো লিডার। আপনি চান না আমাদের শিক্ষক সমাবেশ অবহেলায় থাকুক। আপনি সর্বদা চান শিক্ষক সমাবেশ যথাযথ মর্যাদা পেয়ে থাকুক। তাই আপনি যেহেতু শিক্ষকদের নিয়ে ভাবেন, তাহলে আমাদেরও আপনাকে নিয়ে ভাবতে সমস্যা নেই। এই জন্য শিক্ষক সমাজের অধিকার ফিরিয়ে নিতে ভেদাভেদ ভুলে ফজলে হুদা বাবুলকে আমরা নির্বাচিত করা হবে বলেও মন্তব্য করেন তারা।
সবশেষে প্রধান অতিথির কাছে মাদকমুক্ত ও মডেল উপজেলা হিসেবে এই বদলগাছী যেন গড়ে উঠে সেই দাবি জানান উপস্থিত শিক্ষকরা।

এছাড়া উপস্থিত শিক্ষকরা প্রধান অতিথিকে বিভিন্ন প্রশ্ন করেন। শিক্ষকদের উদ্দেশ্য করে প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, ‘আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই ছুটির দিনে পারিবারিক কাজ রেখে এখানে এসেছেন। আমি প্রথমেই বলতে চাই শিক্ষার্থীদের কাছে একজন শিক্ষকের বড় পরিচয় হওয়া উচিত শুধুই শিক্ষক। শিক্ষকের নিজস্ব মতামত থাকতে হবে, যেটা শহিদ জিয়াউর রহমানের উদ্দেশ্য ও আদর্শই ছিল শিক্ষকের নিজস্ব মতামত প্রকাশ করার অধিকার। আর এটাই জাতীয়তাবাদী দলের নীতি ও আদর্শ।’

তিনি বলেন, ‘আমি শহিদ জিয়াউর রহমানের আদর্শ নিয়ে চলি। আর শহীদ জিয়ার আদর্শই হওয়া উচিৎ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের আদর্শ।’

প্রধান অতিথি বলেন, ‘সরকারি কর্মকর্তার একজন ড্রাইভারের বেতন যদি ৩০ হাজার টাকা আর শিক্ষকের বেতন ১৮ হাজার টাকা হয়, তাহলে সেই জাতি কিভাবে উন্নতি করবে? তাই আমার নেতা তারেক রহমান বলেছেন, শিক্ষকদের জন্য সর্ব্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে, তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করা হবে।’

আগত শিক্ষকদের প্রশ্নের উত্তরে ফজলে হুদা বাবুল বলেন, ‘আমি শিক্ষার জন্য কোনো কার্পণ্য করিনা। আমি ছাত্র জীবন থেকেই শিক্ষা নিয়ে কাজ করেছি। বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। তাই এমপি নির্বাচিত হয়ে কি করবো বলতে পারবো না, তবে আমি এতটুকু করতে পারবো শিক্ষকদের উৎপাট করতে দিব না, কেউ বিরক্ত করতে পারবে না। প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে যদি কিছু করতে হয়, তবে আপনাদের নিয়ে আলোচনা করে করা হবে। এছাড়া অবসরে যাওয়ার পর সেই শিক্ষকের জন্য যেন একটা ফান্ড খোলা যায়, সেই ব্যবস্থা করা হবে। সেইসঙ্গে গরীব ও অসহায় শিক্ষার্থীরা যেন বিনামূল্যে আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে সেই দিক বিবেচনা করা হবে, তবে তার বিনিময়ে আপনাদের একটা পারিশ্রমিকের ব্যবস্থা করা হবে। এবং এই উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আগামীতে নৈতিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে।’

এর আগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং অসুস্থ খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। পাশাপাশি তারেক রহমানের জন্যও চাওয়া হয় দোয়া।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর