Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৫

‘সর্বদা নির্ভীক’–এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: ‘উষ্ণতা ছড়িয়ে দিই কমল প্রাণে’-এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহিদ মিনার প্রাঙ্গণে মানবতার সেবায় এগিয়ে আসা তরুণদের সংগঠন ‘সর্বদা নির্ভীক’–এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ৩৫০ জন শিশুর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহিন।

এসময় তিনি বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে মানবিকতা ছড়িয়ে দেয় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখবে। সামাজিক দায়বদ্ধতা থেকে তারা প্রতিবছরই শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন-খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষক মো. আব্দুল জলিল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিশির আহমেদ, সাধারণ সম্পাদক মারুফ সিকদার এবং প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা তাসমু প্রমুখ।

সারাবাংলা/জিজি