Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ২০:২০

নড়াইল: সকল জল্পনা কল্পনা আলোচনা সমালোচনার পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। আলোচিত ছিলেন বিএনপির নেতৃত্বে সমমনা জোটের সমন্বয়কারী ডক্টর ফরিদুজ্জামান ফারহাদ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নড়াইল-২ আসনে মো. মনিরুল ইসলামের নাম ঘোষণা করেন।

এ আসনে মো. মনিরুল ইসলাম ছাড়াও অনেকে মনোনয়ন পাওয়ার আশায় নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন। তাদের মধ্যে রয়েছেন- জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, নড়াইল জেলা জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম প্রিন্স, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এম জাকারিয়া মাহমুদ, লন্ডন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন মোল্লা এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ।

বিজ্ঞাপন

এর আগে গত ৩ নভেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম ঘোষণা করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, নড়াইল-২ আসনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে এবং পরবর্তীতে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর