Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার, বার্ষিক পরীক্ষা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:০৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৬:০৮

সুনামগঞ্জে শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের পর বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। ছবি: সারাবাংলা

সুনামগঞ্জ: সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস)। এ ঘোষণার পর বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) থেকে সুনামগঞ্জের পাঁচটি বিদ্যালয়ে পুনরায় বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। কর্মসূচির সময় বন্ধ থাকা পরীক্ষা গুলো শুক্রবার ও শনিবারে অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা যায়, স্বতন্ত্র অধিদফতর, গ্রেড উন্নয়ন, পদোন্নতি সহ ৪ দফা দাবীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কেন্দ্রীয় সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার (০১ ডিসেম্বর) জেলার ৫ টি মাধ্যমিক সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এতে পরীক্ষার সময়ের পূর্বে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে এসে ফিরে যান। পাশাপাশি দীর্ঘ এক বছর পরীক্ষার প্রস্তুতি নিয়ে ঠিক সময়ে পরীক্ষা দিতে না পেরে হতাশ হন।

বিজ্ঞাপন

বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী আতিক মিয়া বলেন, অনেক কষ্ট করে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে যখন বিদ্যালয়ে এসে শুনি শিক্ষকদের দাবি আদায়ের জন্য পরীক্ষা হবে না তখন মনটা অনেক খারাপ হয়। তবে তাদের কর্মসূচি প্রত্যাহরের পর আবারও পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে।

সুনামগঞ্জ সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান খান বলেন, আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহারের পর আবারও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া শুরু করেছি। তবে কর্মবিরতির সময় যে পরীক্ষা গুলো হয়নি সেগুলো ছুটির দিনে নেওয়া হবে।

বিজ্ঞাপন

বেগম রোকেয়া দিবস আজ
৯ ডিসেম্বর ২০২৫ ০২:৫৮

আরো

সম্পর্কিত খবর