Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের নতুন নেতৃত্বে ইমরান-এহতেশামুল

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৫ ১৯:১০ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৯:১৩

সরকারি তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের ২০২৫–২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ইংরেজি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন ইমরু এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রাণীবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী এহতেশামুল ইসলাম নোমান।

সোমবার (২৪ নভেম্বর) রাতে ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি: মো. মুস্তাকিন; সহ-সভাপতি (বিতর্ক উন্নয়ন): উম্মে হাবিবা আক্তার; সহ-সভাপতি (যোগাযোগ): আমিনুল ইসলাম; সহ-সভাপতি (ক্যারিয়ার ও কর্মশালা): আরিফ মিয়া; মহা-পরিচালক: নীল্ময় হৃদয়; যুগ্ম-সাধারণ সম্পাদক (সংবাদ উন্নয়ন ও সমন্বয়): মহসিন আহমেদ; যুগ্ম-সাধারণ সম্পাদক (কার্যাদি ও কর্মশালা): নুরুন আফরিন জিপু; সাংগঠনিক সম্পাদক (কলা ও বাণিজ্য): সোলায়মান নাগিব; সাংগঠনিক সম্পাদক (বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান): সারজিস হোসাইন; বিতর্ক সম্পাদক (বাংলা): পুরবী সাহা জয়া; বিতর্ক সম্পাদক (ইংরেজি): মো. জাহের উদ্দিন আসিফ; দপ্তর সম্পাদক: মতিউর রহমান স্বাধীন; কোষাধ্যক্ষ: আমিনুল ইসলাম; পাঠচক্র ও কুইজ সম্পাদক: সাকিব মাহমুদ; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: সাইফুরজ্জামান সৌরভ; প্রচার ও প্রকাশনা সম্পাদক: জামিল হাসান; তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মো. মাসুদ; ক্যারিয়ার ও কর্মশালা সম্পাদক: মাতলুবুর রহমান; শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ইসরাত জাহান আশুরা; অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক: অধিতি পাল।

বিজ্ঞাপন

কার্যনির্বাহী সদস্য: মো. ফয়সাল উদ্দিন, শাকাওয়াত হোসেন, মো. শহিদুল ইসলাম, বায়েজিদ হাসান বাধন, নামিরা হক দৃষ্টি, মো. রেদোয়ানুল ইসলাম, রাকিব হোসেন।

নতুন কমিটির সভাপতি ইমরান হোসাইন ইমরু বলেন, `তিতুমীর কলেজ বিতর্ক ক্লাব বহুদিন ধরে শিক্ষার্থীদের যুক্তিবোধ, সৃজনশীলতা ও মেধা বিকাশে কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বে ক্লাব আরও এগিয়ে যাবে বলে আশা করি।’

সাধারণ সম্পাদক এহতেশামুল ইসলাম নোমান বলেন, `জিটিসি ডিসির নতুন কমিটিতে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। চিন্তাশীল ও সত্যনিষ্ঠ যুক্তির মাধ্যমে আমরা কলেজ এবং জাতীয় পরিসরে ক্লাবের সুনাম ছড়িয়ে দিতে চাই।’

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর