Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবী মুহাম্মদ (সা.)–কে কটূক্তির অভিযোগে তিতুমীর কলেজের শিক্ষার্থী আটক

তিতুমীর কলেজ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২৫ ১৯:৫৪ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৯:০৫

সামাজিক যোগাযোগমাধ্যমে নবী মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সহপাঠীরা। বুধবার (২৬ নভেম্বর) ক্যাম্পাস থেকে আটক করা হয় বিশ্বজিৎ চন্দ্র বর্মনকে, তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের (২০২৩–২৪) সেশনের শিক্ষার্থী।

অভিযোগ উঠেছে, ‘ফারিহা আক্তার’ নামে একটি ভুয়া ফেসবুক আইডি থেকে করা এক মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ওই আইডি বিশ্বজিৎ বর্মনের ব্যবহৃত বলে শনাক্ত করে। বিষয়টি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাকে আটক করে প্রশাসনকে অবহিত করলে পরিস্থিতি বিবেচনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

কলেজ সূত্র জানায়, অভিযোগ উত্থাপনের পর অধ্যক্ষের কক্ষে প্রশাসনের উপস্থিতিতে বিশ্বজিৎ বর্মন নিজের ভুলের কথা স্বীকার করেন।

ঘটনার প্রতিক্রিয়ায় কলেজের (২৩–২৪) সেশনের শিক্ষার্থী তাওহিদ আহমেদ রাজন বলেন, নবী মুহাম্মদ (সা.)–কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং মুসলিম নারীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য আমরা কঠোরভাবে নিন্দা জানাই। এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং নারীদের মর্যাদাকে ক্ষুণ্ন করে—যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর