Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় নতুন পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্পেশাল করেসপডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫

পুলিশ সুপার মো. শাহাদত হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার নতুন পুলিশ সুপার মো. শাহাদত হোসেনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. শাহাদত হোসেন। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ প্রমুখ।

মতবিনিময় সভায় ২৪-এর ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, যানজট নিরসন, শহরের ভিতর দিয়ে করতোয়া গেটলক বাস চলাচল বন্ধ, ফুটপাত দখলমুক্তকরণ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান, অবাধে চাকুর ব্যবহার বন্ধ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের ব্যবস্থা নেওয়াসহ বগুড়ায় হত্যা রহস্য উদঘাটনের বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, বগুড়া শহরে যানজট একটি বড় সমস্যা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সব সমস্যা সমাধান করা সম্ভব।

সভায় পুলিশ সুপার মো. শাহাদত হোসেন সকল অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপুরক হিসেবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহোযোগিতা কামনা করেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর