Sunday 14 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেললাইনের পাশে মরদেহ, র‌্যাবের অভিযানে হত্যা রহস্য উদঘাটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৬:০১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮

অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জনকে গ্রেফতার করে র‌্যাব। ছবি: সারাবাংলা

কুমিল্লা: কুমিল্লার লাকসামে রেললাইনের ধারে উদ্ধার হওয়া যুবক মইন উদ্দিন অন্তর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‌্যাব-১১। চাঞ্চল্য সৃষ্টি করা এই ক্লুলেস ঘটনার সূত্র ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ নভেম্বর সকালে লাকসাম উপজেলার গন্ডামারা জবাইখানার পাশে রেললাইনের ধারে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে লাকসাম রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মুখ ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহতের নাম মইন উদ্দিন অন্তর (১৮)। তিনি লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নুরুন্নবীর ছেলে। এ ঘটনায় অন্তরের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

ঘটনার গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্তে নামে র‌্যাব-১১। তথ্যপ্রযুক্তি এবং গোপন সূত্রের সহায়তায় কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রবিউল হোসেন ক্যামেল (৩২), ইসমাইল খান (২৫), ছোট মিলন (১৫), এমআই হাসান (২২)সহ মোট ৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি মোবাইল ফোন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যার ঘটনা স্বীকার করেছে। তারা জানান, অন্তর স্থানীয় ভাংগাড়ির দোকানে কাজ করত এবং একটি অপরাধচক্রের সঙ্গে তার যোগাযোগ ছিল। চুরি, ছিনতাই ও মাদক ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন তর্কের এক পর্যায়ে তারা অন্তরকে হত্যা করে তার মরদেহ গুম করতে রেললাইনের পাশে ফেলে রেখে যায়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
১৪ ডিসেম্বর ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর