Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখ ঢেকে মশাল মিছিলে আ.লীগ কর্মীরা, গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘মশাল মিছিলের’ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ নভেম্বর) রাতে মশাল হাতে দলটির একদল নেতাকর্মীর মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

পুলিশ সূত্র জানায়, রাত ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার নানুপুর এলাকায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী মশাল হাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে হঠাৎ সড়কে মিছিল শুরু করে। মিছিলটি নানুপুরের লায়লা কবির কলেজ গেইট থেকে শুরু করে বিনাজুরী গ্রিন টাওয়ার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলকারীদের অধিকাংশই হেলমেট পরিহিত ছিলেন। কেউ কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন। পরে সেই মিছিলের ভিডিও ফেসবুকে ছড়ানো হয়।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ সারাবাংলাকে বলেন, ‘ভিডিও দেখার পর রাতেই আমরা অভিযান শুরু করি। আওয়ামী লীগ কর্মী এরশাদ ও ছাত্রলীগ কর্মী হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। মিছিলে তারা অংশ নিয়েছিল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর