Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় হবে ১৫ হাজার ১১২ কোটি টাকা
সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণসহ একনেকে ১২ নতুন প্রকল্প অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:৩১ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৯:০৮

-ছবি : সংগৃহীত

ঢাকা: সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং গ্যাস আবিস্কারে ৩টি অনুসন্ধান কূপ খননসহ ১২টি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ হাজার ১১২ কোটি ৮৯ লাখ টাকা।

এছাড়া ইতোপূর্বে একনেকে অনুমোদিত ৫টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১টি প্রকল্পে মোট ৭৫৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় কমছে। অপর ৪টিতে মোট ব্যয় বাড়ছে প্রায় ১ হাজার ২৪ কোটি ৮৩ লাখ টাকা।

সোমবার (০১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভা। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুমোদিত নতুন ১২টি প্রকল্প হচ্ছে- ১ হাজার ১৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে সোনাগাজী ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প;

১ হাজার ১৩৬ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৩টি অনুসন্ধান কূপ (শ্রীকাইল ডিপ-১, মোবারকপুর ডিপ-১ ও ফেঞ্চুগঞ্জ সাউথ-১) খনন প্রকল্প;

৪ হাজার ৬২ কোটি টাকা ব্যয়ে ‘ক্লাইমেট রেসপন্সিভ রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড পপুলেশন সার্ভিস ইম্প্রুভমেন্ট অ্যান্ড সিস্টেম স্ট্রেংদেনিং প্রজেক্ট ফর রেজাল্ট’ প্রকল্প;

২ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ে ‘স্বাস্থ্য অধিদফতর-ওষুধ প্রশাসন অধিদফতর-কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট সংস্থাগুলোর অত্যাবশ্যকীয় কার্যক্রম বাস্তবায়ন’ প্রকল্প;

১ হাজার ৬৯৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট;

২৫৫ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প;

২৫১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ‘জাপান হিউম্যান রির্সোসেস ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (২য় ধাপ);

৩৩৪ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় একাডেমিক ও কেন্দ্রীয় গবেষণাগার (১০ তলা ভবন) ও অন্যান্য ভবন নির্মাণ কাজ সমাপ্তকরণ প্রকল্প;

২৮৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ সড়ক বিভাগের অধীন সিরাজগঞ্জ-রায়গঞ্জ (চান্দাইকোনা)(জেড-৫০৪২) জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প;

১১২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ সচিবালয়-পরিবহন পুল-মিস্টিার্স এপার্টমেন্ট ও সচিব নিবাসের অগ্নিনিরাপত্তা নিশ্চিতকরণে বিদ্যমান বৈদ্যুতিক-যান্ত্রিক ও অগ্নি সরঞ্জামাদির আধুনিকায়ন প্রকল্প;

১ হাজার ৩৪৪ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে ঢাকার মিরপুর ৯ নং সেকশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে ১ হাজার ৫৬০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প; এবং

৭৬১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪-এ শহীদ পরিবারের স্থায়ী বাসস্থান প্রদানের লক্ষ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর নিজস্ব জমিতে ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প।

৫ সংশোধিত প্রকল্প

একনেক সভায় ইতোপূর্বে অনুমোদিত ৫টি প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

এর মধ্যে ‘ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট (লাইন-৬) (৩য় সংশোধিত) প্রকল্পের ব্যয় কমছে ৭৫৪ কোটি ২৬ লাখ টাকা।

অপর ৪টি প্রকল্পের মধ্যে- মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদারকরণ (২য় সংশোধিত) প্রকল্পে ৪১১ কোটি ৩১ লাখ টাকা; মুন্সীগঞ্জে এস্টাব্লিশমেন্ট অব এসেশিয়াল বায়োটেক অ্যান্ড রিসার্চ সেন্টার (১ম সংশোধন) প্রকল্পে ৩৮৫ কোটি টাকা; ডিজিটল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্পে ১৭৮ কোটি ১২ লাখ টাকা এবং অটিজম ও এসডিডি সেবাদান কেন্দ্র (২য় সংশোধন) প্রকল্পে ৫০ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় বাড়ছে।

ইতোপূর্বে অনুমোদিত ১৫টি প্রকল্প অবহিতকরণ

এছাড়া পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোপূর্বে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্পের বিষয়ে একনেক-কে অবহিত করা হয়েছে।

এগুলোর মধ্যে- বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন, বিভিন্ন জেলা স্টেডিয়াম উন্নয়ন, অটিজম একাডেমি, বিভিন্ন কলেজ ও সাংস্কৃতিক কেন্দ্রের অবকাঠামো উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা জোরদার, পল্লী অবকাঠামো উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম সবুজায়ন, নদী-খাল পুনর্খনন এবং দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়নসহ আরও বেশ কিছু চলমান প্রকল্প রয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর