Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১২:০২ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫

রেজা কিবরিয়াকে বরণ করে নিচ্ছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আজ বিএনপিতে যোগ হয়েছেন।

সোমবার (১ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। সকাল সাড়ে ১১টায় গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত। আমি আজকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছি।’

তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। দুই দুই বার দলটি দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ থেকে। একবার শেখ মুজিবের গণতন্ত্র ধ্বংস। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে রক্ষা করলেন। দ্বিতীয়বার জেনারেল এরশাদের গণতন্ত্র ধ্বংস, পরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেটাকে রক্ষা করেছেন। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। নতুন দেশ গড়ার পথচলায় তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

বিজ্ঞাপন

রেজা কিবরিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। বিএনপি এরই মধ্যেই আগামী নির্বাচনের জন্য ২২৭টি আসনের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ-১ আসনটি ফাঁকা রাখা হয়েছে।

রেজা কিবরিয়া ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে বিএনপির প্রতীকে নির্বাচন করেছিলেন। এর আগে তিনি গণফোরামে যোগদান করে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে রেজা কিবরিয়া ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন এবং সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তবে তার নেতৃত্বকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয়।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর