Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার আকাশ আংশিক মেঘলা, কমতে পারে তাপমাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১০:৫৮ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১২:৫৫

ছবি: সারাবাংলা

ঢাকা: ডিসেম্বরের প্রথম সকালেই রাজধানী ঢাকায় অনুভূত হয়েছে হালকা শীতের পরশ। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১ ডিসেম্বর) সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে সকালজুড়ে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদফতরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢাকার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর প্রভাবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সকাল ৬টার রেকর্ড অনুযায়ী ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৯ শতাংশ।

রোববার (৩০ নভেম্বর) ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, সারাদেশের সাধারণ পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় সোমবার (১ ডিসেম্বর) সারাদেশেই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

শীতপ্রবণ উত্তরাঞ্চলে এরই মধ্যে তাপমাত্রা আরও কমে আসছে। তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডিসেম্বরের শুরুতে রাজধানীবাসী শীতের হালকা আমেজ উপভোগ করলেও বায়ুতে আর্দ্রতা বেশি থাকায় ভোর ও সকালের দিকে ঝাপসা ভাব থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর