Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়া কিছুটা ভালোর দিকে আছেন: তথ্য উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট 
১ ডিসেম্বর ২০২৫ ০১:০০ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১০:১৮

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে, আগের তুলনায় কিছুটা ভালোর দিকে রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

রোববার (৩০ নভেম্বর) রাতে হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নিতে গিয়ে সংবাদমাধ্যমকে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে তার অবস্থায় স্থিতিশীলতা রয়েছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, সামান্য উন্নতিও দেখা যাচ্ছে। আশা করা হচ্ছে—আগামী দিনগুলোতে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।’

তিনি জানান, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, ত্যাগ ও দেশের জন্য তার অবদান স্মরণ করে তিনি ব্যক্তিগতভাবে দেখতে আসেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

মাহফুজ আলম বলেন, ‘দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় খালেদা জিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা চাই তিনি সুস্থ হয়ে নতুন বাংলাদেশের গণতান্ত্রিক বিনির্মাণ প্রক্রিয়া প্রত্যক্ষ করুন।’

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়েও তিনি মত প্রকাশ করেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’

বর্তমানে এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর