Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ বছর পর নির্বাচন
সিলেট রেড ক্রিসেন্টের নেতৃত্বে সেলিম-মাহবুবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ২৩:১০ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ০১:১০

সিলেট রেড ক্রিসেন্টের নেতৃত্বে সেলিম-মাহবুবুল

সিলেট: ২২ বছরের অপেক্ষার অবসান। প্রায় আড়াই দশক পর অবশেষে সিলেটে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট জেলা ইউনিটের নির্বাচন। নির্বাচনে সহ–সভাপতি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বদরুজ্জামান সেলিম। তিনি পেয়েছেন ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. মাশুকুর রহমান চৌধুরী পেয়েছেন ২৩৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মাহবুবুল হক চৌধুরী—তিনি পেয়েছেন ৩৭২ ভোট। এই পদে তার কাছের প্রতিদ্বন্দ্বী লোকমান আলী পেয়েছেন ১১৪ ভোট। অন্যদিকে প্রার্থী আব্দুস সামাদ ১১, মোহাম্মদ আমিনুল ইসলাম ১৯২ এবং রাসেল মাহবুব পেয়েছেন ১১১ ভোট।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন। ৫টি সদস্য পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৯ জন প্রার্থী।

বিজ্ঞাপন

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫ জন। তারা হলেন- আব্দুল্লাহ আল মামুন সামান (৪০২ ভোট)। নির্ঝর রায় (৩২৪ ভোট)। আবু সাঈদ মো. ইব্রাহিম (৩১১ ভোট)। একে এম কামরুজ্জামান (২৯০ ভোট)। ও পারভেজ আহমদ ২৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটে মোট ভোটার সংখ্যা ছিল ৪৬৫৭ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৮১৩ জন, যার মধ্যে ৩১টি ভোট বাতিল হয়েছে।

এর আগে ১৯ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ, আপত্তি-নিষ্পত্তি, মনোনয়ন যাচাই-বাছাইসহ সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী বলেন, ‘দীর্ঘ দিন পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেবামূলক এই প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সদস্যরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন, যে সুযোগ টা বিগত সময়ে ছিল না।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর