Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে কৃষকদের জন্য ব্যাংক এশিয়ার সৌরশক্তি চালিত সেচ প্রকল্প

সারাবাংলা ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫ ২০:০৩ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৮:১২

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে প্রান্তিক কৃষকদের কৃষিকাজে পানির চাহিদা পূরণে রংপুরের পীরগাছায় ব্যাংক এশিয়া স্থাপন করেছে আধুনিক দ্বি-স্তর বিশিষ্ট সৌরশক্তি চালিত সেচ প্রকল্প।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া। ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে স্থানীয় কৃষক সমিতির কাছে প্রকল্পটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ, কে, এম অলি উল্যা।

ব্যাংক এশিয়ার রংপুর শাখা প্রধান জনাব এম. এ. হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব রাশেদ মাহমুদ ও আরডিএ’ বগুড়ার পরিচালক জনাব ফেরদৌস খান। এ সময় স্থানীয় কৃষক সমিতির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সৌরশক্তি চালিত এ সেচ প্রকল্পটি ভূ-গর্ভ থেকে প্রতি ঘণ্টায় ৫০ হাজার লিটার পানি উত্তোলন ও সরবরাহে সক্ষম, যা কৃষকদের কৃষির চাহিদা মিটিয়ে বাসাবাড়ির গৃহস্থালি কাজে বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর