Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়কে গায়ে আগুন দিয়ে নারীর ‘আত্মহনন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৩

প্রতীকী ছবি।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়কের পাশ খেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারী নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে ‘আত্নহত্যা’ করেছেন।

শনিবার (৩০ নভেম্বর) গভীর রাতে উপজেলার ছলিমপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আব্দুল্লাহঘাটা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মৃত ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সোহেল রানা সারাবাংলাকে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আব্দুল্লাহঘাটা এলাকায় ওই নারী হঠাৎ নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। লোকজন দেখতে পেয়ে এগিয়ে গেলেও ততক্ষণে মৃত্যুবরণ করেন। তাকে চিনতে পারছে না স্থানীয়রা।

বিজ্ঞাপন

আমরা লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। পরিচয় শনাক্তের চেষ্টা করছি। কেন ওই নারী গায়ে আগুন দিল, সেটাও খতিয়ে দেখার চেষ্টা করছি।’

সারাবাংলা/আরডি/জিজি