Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় নতুন পুলিশ সুপার আনিসুজ্জামানের যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৯:১৬ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৩

নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম

কুমিল্লা: জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. আনিসুজ্জামান, পিপিএম। তিনি রোববার (৩০ নভেম্বর) বিকেলে দায়িত্ব গ্রহন করেন।

তিনি কুমিল্লায় দায়িত্ব নেওয়ার আগে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি পর্বে নবাগত পুলিশ সুপার জনবান্ধব, নিরাপদ ও সেবামুখী কুমিল্লা গড়ে তুলতে সকলকে আন্তরিকতা, নিরপেক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ‘পুলিশের প্রতিটি সদস্য জনগণের আস্থা অর্জনের জন্য সততা ও দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে—এটাই আমাদের মূল লক্ষ্য।’

বিজ্ঞাপন

পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন পুলিশ সুপারের নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর