Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্নমানের মসলা বিক্রি করায় বগুড়ায় রিনী স্টোরকে ২ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৯ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ২০:১৩

প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের ও খাবারের অনুপযোগী বিভিন্ন ধরনের মসলা সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে রিনী স্টোরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) দুপুরে বগুড়ার ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে। অভিযানে প্রতিষ্ঠানের দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান।

জানা যায়, রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফতেহ আলী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে। এ সময় মেসার্স রিনী স্টোর নামে মসলার দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের কিসমিস, এলাচ, দারচিনি, মৌরিসহ বিভিন্ন ধরনের খাবারের অনুপোযোগী মসলা বিক্রি এবং সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়াও তেলাপোকাযুক্ত খোলা আলুর বোখরা, ফাঙ্গাসযুক্ত কালো জিরা বিক্রয়ের জন্য সংরক্ষণ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া প্রতিষ্ঠানের গোডাউনে বিপুল পরিমাণে নষ্ট, মানহীন এবং খাবারের অনুপযোগী মসলা সংরক্ষণ করে রাখা হয়। এ সকল অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়। অভিযানে জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর