Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউল আবুল সরকারের শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৮:২৪ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৯:৩১

আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: মহান আল্লাহকে নিয়ে অশালীন ভাষায় কটুক্তি করায় বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মুসলিম জনতা।

কুষ্টিয়া জেলা উলামা পরিষদের আয়োজনে রোববার (৩০ নভেম্বর) বিকেল শহরের বড় বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

এসময় তারা ‘বাউল ধর, জেলে ভর’, ‘আয় করে ভিক্ষায়, ব্যয় করে গাঁজায়’সহ বিভিন্ন স্লোগান দেন।

তারা বলেন, ‘বাউল আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে এতে আমাদের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। না হয় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে শত শত মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর