Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ইবিতে বিশেষ দোয়া

ইবি করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৬:২৯

দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান। ছবি: সারাবাংলা

ইবি: সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আলীনুর রহমান, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে শিক্ষক ও শিক্ষার্থীরা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন খান।

দোয়া অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের দায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কাছে। সেই দায় থেকেই আমরা তার সুস্থতা কামনায় দোয়া করছি। বাংলাদেশের সকল পর্যায়ের লোকেরা তার সুস্থতা কামনা করছে। এই জাতির কল্যানের জন্য তার সুস্থতা প্রয়োজন। জাতীয় ঐক্যের জন্য তার উপস্থিতি প্রয়োজন। আমরা তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া করছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর