Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি জাদুতে শিরোপা জিতল মায়ামি

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ০৮:২৫ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১০:৩১

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স শিরোপা জিতল মায়ামি

তার আগমনের আগে ক্লাবের শিরোপার শোকেস ছিল খালি। লিওনেল মেসি যেন বদলে দিয়েছেন ইন্টার মায়ামি ও মেজর সকার লিগের চালচিত্র। মেসি জাদুতে আরেকটি নতুন ইতিহাস গড়ল মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের শিরোপা নির্ধারণী ম্যাচে নিউইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে মেসির দল।

চেজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মায়ামি ও নিউইয়র্ক সিটি এফসি। ১৪ মিনিটের মাথায় মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেন্দে।

৩৭ মিনিটে এক গোল শোধ করেন নিউইয়র্কের জাস্টিন হ্যাক। ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্টার মায়ামি

বিরতির পর আরও তিন গোল করে প্রতিপক্ষকে আর ঘুরে দাঁড়াতে দেয়নি মেসির দল। ৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন সিলভেতি। এই অ্যাসিস্টে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ডটা নিজের করে নিলেন মেসি।

বিজ্ঞাপন

৮৩ মিনিটে সেগোভিয়ার গোলে ব্যবধান আরও বাড়ায় মায়ামি। ৮৯ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করে দলের বিশাল জয় নিশ্চিত করেন তালেন্দি।

৫-১ গোলের জয় নিয়েই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইস্টার্ন কনফারেন্স লিগের শিরোপা ঘরে তুলল মায়ামি। এটি মেসির ক্যারিয়ারের ৪৭ত শিরোপা। ফুটবল ইতিহাসে এত শিরোপা জেতেননি আর কেউই।

বিজ্ঞাপন

রংপুর কারাগারে বন্দির মৃত্যু
৭ ডিসেম্বর ২০২৫ ১৭:১৩

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর