Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কড়াইল বস্তির ক্ষতিগ্রস্তদের জন্য গোবিপ্রবি ছাত্রদলের মানবিক উদ্যোগ

গোবিপ্রবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫ ১৪:৫৩ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৭:৩৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য কাপড় জমা দিচ্ছেন এক শিক্ষার্থী। ছবি: সারাবাংলা

গোবিপ্রবি: কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার জন্য অব্যবহৃত ও অপ্রয়োজনীয় কাপড় সংগ্রহের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার সভাপতি দুর্জয় শুভ।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে একটি বুথ স্থাপন করা হয়। সেখানে শিক্ষার্থীরা তাদের অব্যবহৃত ও অপ্রয়োজনীয় কাপড় জমা দেন।

এই উদ্যোগ সম্পর্কে ছাত্রদল সভাপতি দুর্জয় শুভ বলেন, ‘মানুষের জন্য কিছু করাই প্রকৃত জনসেবা। নিজের দায়বদ্ধতা থেকে মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি। কড়াইল বস্তির মানুষের জীবন-জীবিকা বর্তমানে কঠিন অবস্থার মধ্যে রয়েছে। তাদের পাশে যতটুকু সম্ভব থাকার চেষ্টা করবো। সবাইকে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাই।’

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। তারা মনে করেন, এমন সহায়তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর