Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্বার্থ রক্ষার অটল প্রহরী খালেদা জিয়া: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ১২:২০ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৩:৪৬

সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে এক ফেসবুক বার্তায় তিনি খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী রাষ্ট্রযন্ত্রের নির্যাতন, মিথ্যা মামলা ও রাজনৈতিক প্রতিহিংসার মধ্যেও খালেদা জিয়ার আপোষহীন মনোবল দেশের গণতান্ত্রিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক উল্লেখ করেন, ‘১৯৯০ সালের গণঅভ্যুত্থান থেকে শুরু করে স্বৈরতন্ত্রবিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের বিভিন্ন পর্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বহু প্রজন্মের কাছে তিনি সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক বলেও মন্তব্য করেন তিনি।’

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের এই উত্তরণের সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শেষে তিনি মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার পূর্ণ আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

বিজ্ঞাপন

সিএসই'র শরিয়াহ সূচক সমন্বয়
৭ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮

আরো

সম্পর্কিত খবর