Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় জোড়া লাগানো জমজ শিশুর জন্ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২৫ ০৮:৪১

জোড়া লাগানো জমজ শিশু দুইটি।

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে জোড়া লাগানো জমজ দুই মেয়ে শিশুর জন্ম হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) এই জমজ শিশুর জন্ম হয়। শিশু দুটির বাবার নাম পল্লব মার্ডি এবং মায়ের নাম তৃষ্ণা বাসকে। তারা ধামইরহাট উপজেলা পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, তৃষ্ণা বাস্কের প্রসব বেদনা উঠলে পত্নীতলা উপজেলার নজিপুর নিউ পপুলার ডায়াগনস্টিক অ্য়ান ক্লিনিকে নেওয়া হলে সেখানে সার্জারির মাধ্যমে বুক ও পেট জোড়া লাগানো জমজ মেয়ে শিশু দুটির জন্ম হয়।

নিউ পপুলার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রমজান আলী বলেন, বর্তমানে মা ও জমজ শিশু দুটি সুস্থ্য আছে। তাদেরকে রাজশাহী মেডিকেলে শিশু বিশেষজ্ঞের কাছে নেওয়ার পরামর্শ প্রদান দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তৃষ্ণা বাস্কের বাবা মোশেস বাস্কে বলেন, ‘আমার মেয়ের গ্রামে বিয়ে হয়েছে। এই সন্তানের অপারেশন করে আলাদা করা আমাদের পক্ষে কষ্টসাধ্য বিষয়। তাই আমি সমাজের বিত্যবানদের কাছে আমার নাতনির অপারেশনের জন্য আর্থিক সহায়তা কামনা করছি।’

সারাবাংলা/এনজে