ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকার সফিপুরে অবস্থিত মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন- রবিউল ইসলাম (২৩), বাবুল মিয়া (১৮)।
দগ্ধ বাবুল মিয়া জানান, সন্ধ্যার দিকে তারা ওই কারখানায় ট্যাংকি তৈরীর কাজ করছিলেন। কারখানার ইলেকট্রিক অটোমেশিনে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন দ্রুত কাঁচামাল সংরক্ষণের জায়গায় ছড়িয়ে পড়ে এবং প্লাস্টিকের পানির ট্যাংক তৈরির কাঁচামালের ট্যাংকটি বিস্ফোরিত হয়ে যায়। এতে তারা দুজন দগ্ধ হন।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের দায়িত্বরত চিকিৎসক জানান, বাবুলের শরীরের ৮৫ শতাংশ ও রবিউলের ৩৫শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের দুজনের অবস্থা আশংকাজনক।