Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলে এগিয়ে আসুন: কামাল হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২১:৫৭ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ০১:২৭

পথযাত্রায় ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন।

ঢাকা: দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ নির্মূলের লড়াইয়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, ৫ আগস্ট জাতি আওয়ামী ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। এবার সন্ত্রাসবাদ নির্মূল করে নতুন বাংলাদেশকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে তবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোনের উদ্যোগে ঢাকা-৫ সংসদীয় এলাকায় ‘চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে’র প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে অনুষ্ঠিত পদযাত্রা পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৫ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে এবং যাত্রাবাড়ী পূর্ব থানা আমির ও আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শাহজাহান খানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় ঢাকা-৫ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানা আমির-সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে, “চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত’’- নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক থেকে এক পদযাত্রা শুরু হয়ে দয়াগঞ্জ হয়ে সায়দাবাদ জনপদ মোড় ঘুরে ধলপুর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর