Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২১:২১ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ২৩:৫২

ঢাকা: সারাদেশে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন করবে বিএনপি। এ উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দেওয়া করেছে দলটি। এরই অংশ হিসেবে সারাদেশে ’বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিএনপি মিডিয়া সেলের কনভেনর অধ্যাপক আলমগীর মওদুদ পাভেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশ ও জনগণের বিজয়ের এই আনন্দঘন উপলক্ষ্য আরো বর্ণিল আনন্দময় এবং অর্থবহ করতে অতীতের মতো এবারও বিএনপি সারাদেশে সাড়ম্বরে গৌরবের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপন করতে বিএনপি মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে বিএনপির উদ্যোগে ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠিত হবে বিশেষ কর্মসূচি ’বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’।

বিজ্ঞাপন

বিএনপি কর্মসূচি অনুযায়ী, ১ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বিজয় মশাল যাত্রা শুরু করবে। মশাল মিছিল কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে যাত্রা শুরু করে একই দিন চট্রগ্রামের বিপ্লব উদ্যানে এসে পৌঁছাবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর