ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ‘দেশগড়ার পরিকল্পনা’ শীর্ষক বাস্তবায়ন কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় কমিটির নেতারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আর্থ-সামাজিক অবস্থা, সাংগঠনিক কর্মকৌশল এবং সামনে দলের করণীয় নিয়ে গভীর আলোচনা করেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মসূচি আরও তৃণমূলমুখী ও জনসম্পৃক্ত করার বিষয়ে বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়।
সভায় একাধিক প্রস্তাবনা আলোচনায় আসে, যার মধ্যে রয়েছে—চলমান রাজনৈতিক কর্মসূচিকে আরও জোরদার করা,তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম ত্বরান্বিত করা,জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো,দেশের আর্থ-সামাজিক পরিস্থিতি নিয়ে গবেষণা ও বিশ্লেষণ তীব্র করা ও ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সমন্বিত ও পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা।
সভায় সভাপতিত্ব করেন—বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দেশগড়ার পরিকল্পনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব হাবিব উন-নবী খান সোহেল, সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন, আমিনুল হক, মীর শাহে আলম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজিব আহসান, এড. নিপুন রায় চৌধুরী, মো. আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন নাছির, আলেম সমাজের প্রতিনিধি আলহাজ্ব মাওলানা মো. সেলিম রেজা, এড. মাওলানা কাজী মো. আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আব্দুল মজিদসহ আরও অনেকে।
নেতারা আশা প্রকাশ করেন যে, দেশের সংকটময় সময়ে বিএনপির ‘দেশগড়ার পরিকল্পনা’ জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্য একটি সুস্পষ্ট রূপরেখা হিসেবে কাজ করবে।