Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ৬ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২০:৫০

গ্রেফতার দম্পতি

বগুড়া: ৬ হাজার পিস ইয়াবাসহ দম্পতিকে গ্রেফতার করেছে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। গ্রেফতার দুইজন নিজেদেরকে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসযাত্রীবেশে ইয়াবা পাচার করছিল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক জিল্লুর রহমান ওই দম্পতিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় একটি বাসে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জয়পুরহাট পৌর এলাকার আরামনগরের বাসিন্দা বকুল হোসেন (৪৮) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার লাকি বেগমকে (৩৭) আটক করা হয়।

বিজ্ঞাপন

সন্দেহভাজন ওই দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দেন। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৬০০ গ্রাম। যার আনুমানিক দাম ৯৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে স্বাম-স্ত্রী পরিচয়ে ঢাকা থেকে ইয়াবা এনে জয়পুরহাট ও হিলি এলাকায় সরবরাহ করতেন তারা। এ বিষয়ে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর