Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, অবস্থার উন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২০:৫৩ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২১:৫৮

হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে তার চিকিৎসা চলমান। বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে দলের শীর্ষসূত্র জানিয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়ার সার্বিক অবস্থার উন্নতি হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে তিনি জানান, মেডিকেল বোর্ডের নিবিড় নজরদারির মধ্য দিয়ে চিকিৎসা এগিয়ে চলেছে।

দলীয় সূত্রে জানা যায়, লন্ডনে অবস্থানরত তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান নিয়মিতভাবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। ঢাকায় হাসপাতালে তার পাশে রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।

বিজ্ঞাপন

গত রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা সমস্যায় ভুগছেন। স্বাস্থ্যগত জটিলতার কারণে তাকে প্রায়ই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে।

চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি এবং ১১৭ দিন অবস্থানের পর গত ৬ মে দেশে ফেরেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনসহ তিনটি আসনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি রয়েছে খালেদা জিয়ার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর