Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘ মিশনে লেবানন গেলেন নৌবাহিনীর ৮৫ সদস্য

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৯:৪৬ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২২:০০

জাতিসংঘ মিশনে লেবানন যাচ্ছেন নৌবাহিনীর সদস্যরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনিফিল’- এ অংশ নিতে লেবানন গেছেন বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্য।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিশেষ বিমানে নৌবাহিনীর দলটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় নৌবাহিনীর চট্টগ্রামের অধিনায়কের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নৌবাহিনীর সদস্যরা লেবাননে মোতায়েন থাকা ‘বানৌজা সংগ্রাম’ জাহাজে যোগ দেবেন। বাংলাদেশ নৌবাহিনীর এ জাহাজ বাংলাদেশ কন্টিনজেন্টের (ব্যানকন-১৬) অধীনে সেখানে মোতায়েন আছে।

এর আগে, গত ১৯ নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ্র নেতৃত্বে প্রথম গ্রুপের ২৫ জন নৌসদস্যদের আরেকটি দল ঢাকা থেকে লেবাননে যায়। সেখানে আগে থেকে দায়িত্বরত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য ২৭ নভেম্বর দেশে ফিরবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ২০১০ সাল থেকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত আছে। ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ জাহাজ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত আছে। ‘বানৌজা সংগ্রাম’ লেবাননের  ভূখন্ডে অবৈধ অস্ত্র এবং গোলাবারুদের অনুপ্রবেশ প্রতিহত করার দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০৯

আরো

সম্পর্কিত খবর