Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ২০:৫৩

কোস্টগার্ড হেফাজতে পাচারকারী। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। মোংলাস্থ বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসির ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৪টায় কোস্টগার্ড আউটপোস্ট নলিয়ান দাকোপ থানাধীন গুনারী শশ্মান ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা থেকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত তক্ষক ও আটক করা ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী পাচার রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

‘টাইম ট্রাভেলার’ হওয়ার দিন আজ
৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর