Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলল জট, মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ২০:৩৫ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২৩:০৩

মালয়েশিয়া। ছবি: সংগৃহীত

ঢাকা: সব প্রক্রিয়া শেষ করেও মালয়েশিয়া যেতে না-পারা কর্মীদের পাঠানোর কার্যক্রম মঙ্গলবার (২৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এদিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়েসেল’র মাধ্যমে গতবছরের ৩১ মে’র মধ্যে সকল ধাপ সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে যাত্রা করতে না-পারা বাংলাদেশি কর্মীদের সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় পাঠানো শুরু হয়েছে। পাঠানোর কার্যক্রমের অংশ হিসেবে আজ প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী লাউঞ্জে উপস্থিত থেকে মালয়েশিয়াগামী এসব কর্মীদের শুভেচ্ছা জানান। এ উপলক্ষ্যে বোয়েসেল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ড. আসিফ নজরুল কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর এই সফলতার জন্য প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দীর্ঘদিন পর স্বপ্ন সার্থক হলো।’ তিনি জুলাই গণঅভ্যুত্থানের সমর্থনে আন্দোলন করার দায়ে সংযুক্ত আরব আমিরাতে ১৮৮ বন্দিকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘তাদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থাও আমরা করছি।’ তিনি প্রবাসীদের কল্যাণে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচির তুলে ধরে বলেন, ‘প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিতদের পক্ষে মালয়েশিয়াগামী কর্মী রণি মিয়া তাদের স্বপ্ন পূরণে প্রধান উপদেষ্টার আন্তরিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত বছরে বাংলাদেশ সফরকারী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের নেওয়ার জন্য অনুরোধ করেন। এ পরিপ্রেক্ষিতে গত ১৩-১৬ মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন।

এর ধারাবাহিকতায় গত ২১-২২ মে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার ৩য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ-এর সভায় ১৭ হাজার ৭৭৭ জন কর্মীর মধ্যে গতবছরের ৩১ মে তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা মোট ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর জন্য বোয়েসেলকে দায়িত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে শুধুমাত্র কনস্ট্রাকশন ও ট্যুরিজম খাতে কর্মী পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এই উদ্যোগের প্রথম ধাপে, মালয়েশিয়ার নিয়োগকারী সরকারি প্রতিষ্ঠান কন্সট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ হতে ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া যায়। এই ৫০০ জনের চাহিদার বিপরীতে এরই মধ্যে ২৫৫ জনের ভিসা পাওয়া গেছে। ফলে তাদের পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অতিথিদের মধ্যে বিএমইটি, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’র মহাপরিচালক, প্রবাসী কল্যাণ ব্যাংক’র ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্স’র ব্যবস্থাপনা পরিচালকসহ বিমানবন্দরের নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর