Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাসপোর্টেও প্রবাসীদের ভোটার তালিকায় যুক্ত করার প্রস্তাব বিএনপি’র

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ২০:২০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ২৩:০৩

সিইসির সঙ্গে বৈঠক শেষে গনমাধ্যমের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ প্রতিনিধি দল। ছবি: সারাবাংলা

ঢাকা: প্রবাসে যাদের এনআইডি নাই তাদেরকে পাসপোর্টের মাধ্যমে ভোটার তালিকা যুক্ত করার প্রস্তাব নির্বাচন কমিশনে দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসব কথা বলেন। এসময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাও উপস্থিত ছিলেন।

‘যেসব দেশে প্রবাসী বাংলাদেশির সংখ্যা অনেক বেশি, অনেকেই বসবাস করেন দূরবর্তী অঞ্চলে যেখানে নিবন্ধন করা কঠিন। তাই আমরা অনুরোধ করেছি, এসব দেশে নিবন্ধনের সময়সীমা বাড়ানো হোক, যাতে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি ভোটার হতে পারেন।’

বিজ্ঞাপন

তিনি জানান, নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছে যে তাদের সিডিউলে এক ধরনের সুযোগ আছে-মূল নিবন্ধন শেষে কয়েক দিন যারা বাদ পড়বে, তাদের জন্য অতিরিক্ত নিবন্ধনের ব্যবস্থা রাখা হবে।

‘এটাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছি। আরেকটি বিষয় হলো, প্রবাসীদের অনেকেরই এনআইডি নেই। বাস্তব কারণে বেশিরভাগই এনআইডি করতে পারেননি এবং সব দেশেই নতুন এনআইডি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা প্রস্তাব করেছি, বাংলাদেশি পাসপোর্টকেও পরিচয়পত্র হিসেবে ধরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হোক।’

নির্বাচন কমিশন বিএনপির সহযোগিতা চেয়েছেন বলে উল্লেখ করেন নজরুল ইসলাম খান।

‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার কথা জানিয়েছি। …আমরা দলের পক্ষ থেকেও উদ্যোগ নিচ্ছি-যাতে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধনে উৎসাহিত হন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেও নির্দেশনা দিয়েছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাসীদের অংশগ্রহণ জরুরি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর