Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংশোধন বন্ধ থাকলেও এনআইডি সেবা অব্যাহত থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৪

প্রতীকী ছবি।

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের জন্য জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও এনআইডি’র অন্যান্য কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২৫ নভেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠিতে এ নির্দেশনা দিয়েছে সংস্থাটি।

‎‎চিঠিতে বলা হয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করার জন্য আমরা সাময়িক সংশোধন কার্যক্রম বন্ধ । তবে অন্যান্য সব কার্যক্রম চলমান থাকবে। এছাড়া সংশোধনের আবেদনও আমরা গ্রহণ করা হবে। ফাইল ওয়ার্ক শেষ করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন শেষ হওয়া মাত্রই সংশোধন কার্যক্রম চালু হবে।

বিজ্ঞাপন

‎‎মূলত, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করে ডাটাবেইজে অন্তর্ভুক্ত ২৩ নভেম্বর পর্যন্ত নিবন্ধিত ভোটারযোগ্য নাগরিককে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

‎এছাড়া দেশের অভ্যন্তরে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির লক্ষ্যে আবেদনকারী যোগ্য নাগরিকদের নিবন্ধন কার্যক্রম আগের মতোই রেজিস্ট্রেশন অফিসারগণ কর্তৃক চালু থাকবে। একই সঙ্গে পাশাপাশি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রে সকল প্রকার সংশোধন ও আবাসস্থল পরিবর্তন অথবা অন্যবিধ কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখার জন্যও নির্দেশনা প্রদান করেছে ইসি।

‎সারাবাংলা/এনএল/জিজি