Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনমত অগ্রাহ্য করলে চব্বিশের মতো জনতা রাজপথে নেমে আসবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ২০:১৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২২:৫৮

ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল

চট্টগ্রাম ব্যুরো: বন্দরের বিভিন্ন স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে চট্টগ্রামে গণসমাবেশ ও মশাল মিছিল হয়েছে। ‘বন্দর রক্ষা ও করিডোর বিরোধী আন্দোলন, চট্টগ্রাম’ ব্যানারে এ সমাবেশ থেকে স্কপের ডাকা বন্দর অবরোধ কর্মসূচিতে সমর্থন ঘোষণা করে বলা হয়েছে, দেশের সম্পদ নিয়ে চক্রান্ত বন্ধ না হলে চব্বিশের গণঅভ্যুত্থানের মতো আবারও জনতা রাজপথে নেমে আসবে।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার আমতল মোড়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার পতিত সরকারের মতো জনমতের কোনো তোয়াক্কা করছে না। চট্টগ্রাম বন্দর দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গা। বন্দর ইজারা দেওয়ার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। কিন্তু গণদাবি উপেক্ষা করে তারা বন্দর ইজারা দেওয়ার তোড়জোড় অব্যাহত রেখেছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘জাতীয় সম্পদ নিয়ে চক্রান্ত-ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন। এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কিংবা কোনো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তি করা যাবে না। বন্দরের নিজস্ব শ্রমিক-কর্মচারী দিয়ে এনসিটি পরিচালনা করতে হবে। লালদিয়ার চর ও পানগাঁও নিয়ে করা চুক্তি বাতিল করুন। জনমতকে অগ্রাহ্য করবেন না। অন্যথায় চব্বিশের গণঅভ্যুত্থানের মতো জনতা রাজপথে নেমে তাদের সম্পদ রক্ষা করবে।’

চট্টগ্রাম জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- শ্রমিক নেতা ফজলুল কবির মিন্টু, সাংস্কৃতিক সংগঠক শিমুল সেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি টিকলু কুমার দে, জেলা যুব ইউনিয়নের সহ-সভাপতি রুপম কান্তি ধর, শ্রমিক নেতা আবু বকর সিদ্দিকী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর