Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরায় ২ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৭:১৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোড মো. মাসুদ রানা (৩৭) ও মো. আল-আমিন (৪২) নামে দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় দেড় লাখ টাকা ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উত্তরা জসিম উদ্দিন রোডে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ভোর পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

আহত আল আমিনের স্ত্রী আরফিন লাইজু বলেন, ‘তাদের বাসা সবুজবাগ বাসাবো এলাকায়। আর মাসুদের বাড়ি বকশীবাজার এলাকায়। তারা দু’জনই একঙ্গে ভাঙারি ব্যবসা করেন। গতকাল ব্যবসায়িক কাজে দু’জন উত্তরা এলাকায় যায়। সেখান থেকে রাতর বাসায় ফিরছিল। জসিম উদ্দিন রোডের একটি দোকান থেকে সিগারেট কিনছিল। এ সময় ৮/১০ ছিনতাইকারী তাদের মাথায়, পিঠে, কপালে কুপিয়ে তাদের কাছে থাকা ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে পথচারীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের বাসায় নিয়ে আসা হয়।’

বিজ্ঞাপন

থানায় অভিযোগ দেওয়ার বিষয়ে লাইজু বলেন, ‘আমার স্বামী গুরুতর আহত। থানায় অভিযোগ দেওয়ার সময় পাইনি। বিকেলে থানায় যাব মামলা করতে।’

এদিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘এমন একটি ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর