Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২৩:০৮

অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নোয়াখালী: কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য প্রদত্ত কৃষি ঋণ ও কৃষি ভর্তুকির অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে কৃষি সম্প্রসারণ অধিদফতরের নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত দুদক নোয়াখালী কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, কৃষি সম্প্রসারণ অধিদফতর কোম্পানীগঞ্জের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে বিভিন্ন সময় হারভেস্টার মেশিনসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম, কৃষকদের জন্য প্রদত্ত কৃষি ঋণ ও কৃষি ভর্তুকির অর্থ আত্মসাৎ, রাজস্ব খাত ও পুষ্টি বাগান প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

দুদকের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য-উপাত্তগুলো প্রধান কার্যালয় প্রেরণ করা হবে। প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

শুভ-ঐশীর চুমুর দৃশ্যের গল্প
৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০

আরো

সম্পর্কিত খবর