Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ২৩:১১

ভার্চুয়াল সভায় বক্তব্য দিচ্ছেন জাইমা রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নাতনি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রেখেছেন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসী ভোটারদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির ইউরোপীয় প্রতিনিধি দলের সঙ্গে এক ভার্চুয়াল সভায় তিনি যুক্ত হন। সেখানে জাইমাকে দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানাতে এবং কাজের অগ্রগতি নিয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়।

সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার এ এম এম মাহবুব উদ্দিন খোকন ও ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল উপস্থিত ছিলেন। দলীয় সূত্রের মতে, জাইমার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন জাইমা রহমান। ব্যারিস্টারি শেষ করার পর থেকেই তাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

সারাবাংলা/এফএন/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর